Logo

আন্তর্জাতিক    >>   রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬, উত্তেজনা আরও বৃদ্ধি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬, উত্তেজনা আরও বৃদ্ধি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬, উত্তেজনা আরও বৃদ্ধি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সম্প্রতি ইউক্রেনজুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করেছে। অন্যদিকে, পাল্টা প্রতিরোধ চালিয়ে ৪৩টি রুশ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

শনিবার (১৮ জানুয়ারি) এবং রবিবার (১৯ জানুয়ারি) ইউক্রেনজুড়ে চালানো রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, রাশিয়া ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করেছে। এর আগে তারা আরও দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছিল।

রবিবার রাশিয়া মোট ৬১টি ড্রোন উৎক্ষেপণ করে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এর মধ্যে ৪৩টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। যদিও এসব ড্রোন হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। তখন থেকে দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক দখলে নেওয়ার জন্য মস্কো একের পর এক অভিযান চালিয়ে আসছে। যুদ্ধ শুরুর পর থেকে পুতিন প্রশাসন ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলের দাবি করেছে।

জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেনীয় বাহিনী প্রতিনিয়ত রুশ হামলার পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর ভূমিকা রাখছে।

যুদ্ধের শুরু থেকে আজ পর্যন্ত দুই দেশের মধ্যে সংঘাত থামেনি। উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত অব্যাহত থাকলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এই দফায় নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনে আরও উদ্বেগের সৃষ্টি করেছে। শান্তি প্রতিষ্ঠার জন্য বৈশ্বিক শক্তিগুলোর আরও জোরালো উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert